রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু আজ

তরফ নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে গত ৩ এপ্রিল জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, এবারের অধিবেশনের কার্যদিবস হবে অল্প কয়েকদিন। সংক্ষিপ্ত সময়ের জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে। এই অধিবেশনের পর শুরু হবে বাজেট অধিবেশন। অর্থাৎ জাতীয় সংসদের আগামী তৃতীয় অধিবেশনে আওয়ামী লীগের এই মেয়াদের সরকারের প্রথম অর্থ বছরের বাজেট পেশ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com