রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় শুরু হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
এর আগে গত ৩ এপ্রিল জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, এবারের অধিবেশনের কার্যদিবস হবে অল্প কয়েকদিন। সংক্ষিপ্ত সময়ের জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে। এই অধিবেশনের পর শুরু হবে বাজেট অধিবেশন। অর্থাৎ জাতীয় সংসদের আগামী তৃতীয় অধিবেশনে আওয়ামী লীগের এই মেয়াদের সরকারের প্রথম অর্থ বছরের বাজেট পেশ করা হবে।