ফ্রান্সের লিওঁতে রোববার ২-০ গোলে জিতে যুক্তরাষ্ট্র। এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে বিশ্বকাপের চতুর্থ শিরোপা জিতল দলটি।
১৯৯১ সালে প্রথম শিরোপা জেতা যুক্তরাষ্ট্র ১৯৯৯ সালে দ্বিতীয় ও ২০১৫ সালে তৃতীয় শিরোপা জিতেছিল।
গোলশূন্য প্রথমার্ধের পর আট মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে যায় যুক্তরাষ্ট্র। ৬১তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন মেগান র্যাপিনো। ডি-বক্সের মধ্যে অ্যালেক্স মরগ্যান ফাউলের শিকার হলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি।
ফ্রান্সের আসরে এ নিয়ে র্যাপিনের গোল হলো ছয়টি। ছয় গোল আছে মরগ্যানেরও। তিনটি অ্যাসিস্ট থাকায় মরগ্যানকে পেছনে ফেলে গোল্ডেন বুট পাচ্ছেন র্যাপিনো।
৬৯তম মিনিটে জোরালো শটে রৌজ ল্যাভেল লক্ষ্যভেদ করলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদেরকে কোণঠাসা করে ফেলে যুক্তরাষ্ট্র। বাকিটা সময় দুই গোল ধরে জয় নিয়ে মাঠ ছাড়ে আগে থেকেই বিশ্বকাপের সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন থাকা দলটি।
আগের দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল সুইডেন।