শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

এইচএসসির ফল পেয়েই ট্রেনের নিচে ঝাঁপ

তরফ নিউজ ডেস্ক : দিনাজপুরের ফুলবাড়ীতে এইচএসসি পরীক্ষায় ফেল করায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে নকুল কুমার (১৮) নামে এক শিক্ষার্থী। বুধবার দুপুর ১টার দিকে পরীক্ষার ফল পাওয়ার পর ফুলবাড়ী রেলগেট বাজারের কাছে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে।

নিহত নকুল কুমার পার্বতীপুর উপজেলার আনন্দবাজার এলাকার অকিল চন্দ্র সরকারের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, নকুল কুমার ভবানীপুর কলেজের মানবিক শাখার ছাত্র। সে ২০১৯ সালে অনুষ্ঠিত এইসএসসি পরীক্ষা দিয়েছিল। বুধবার পরীক্ষার ফলাফল প্রকাশ হলে সে ফেল করেছে বলে জানতে পারে। এটা জানার পরই সে আত্মহত্যা করে।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার ইসরাফিল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লালমনি এক্সপ্রেস (৭৫২) ট্রেনটি বন্যার কারণে বুধবার নির্দিষ্ট পথ রেখে এ পথে ঢাকা যাচ্ছিল। ট্রেনটি ফুলবাড়ী রেলগেট বাজারের কাছে এলে ওই পরীক্ষার্থী ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com