শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বানিয়াচংয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

রায়হান ইউ সুমন,বানিয়াচং (হবিগঞ্জ) থেকে : বাংলাদেশের রপ্তানী আয়ের উল্লেখযোগ্য অংশ আসে মৎস্য খাত থেকে। কৃষি নির্ভর বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপুর্ণ। খাদ্যে প্রাণীজ আমিষের প্রায় ৬০শতাংশ মৎস্য থেকে আহরিত হয়। সরকারের মৎস্যবান্ধব কার্যক্রম পরিচালনা এবং চাষি ও উদ্যোক্তা পর্যায়ে চাহিদাভিত্তিক কারিগরি পরিষেবা প্রদানের ফলে ২০১৭-১৮ সালে মৎস্য উৎপাদন হয়েছে ৪২.৭৭লক্ষ মেট্রিক টন। প্রাপ্ত তথ্যে দেখা যায়,২০০৮-০৯সালে মাছের উৎপাদন ছিল ২৭.০১লক্ষ মেট্রিক টন। সরকারের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ২০১৭-১৮সালে মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা ৪২.২০লক্ষ মেট্রিক টনের বিপরীতে মোট মৎস্য উৎপাদন হয়েছে ৪২.৭৭লক্ষ মেট্রিক টন। অর্থাৎ মাছ উৎপাদনে বাংলাদেশ এখন উদ্ধৃত দেশ। উৎপাদনের এ ক্রমধারা অব্যাহত থাকলে আগামী ২০২০-২১সালের মধ্যে দেশের মৎস্য উৎপাদনের ইপ্সিস লক্ষ্যমাত্রা ৪৫.৫২ লক্ষ মেট্রিক টন অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন বানিয়াচং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আলম। গত বছরের হিসেব অনুযায়ি বানিয়াচং উপজেলায় মোট মাছের উৎপাদন হয়েছে ১৫৬৪৩.৮৩ মেট্রিক টন। মাছের চাহিদা ছিল ৭৯৬৫.৫০ মেট্রিক টন। মাছ উদ্ধৃত ছিল ৭৪৯৮.৩৩ মেট্রিক টন।  বুধবার (১৭জুলাই) দুপুর সাড়ে এগারটায় উপজেলা হলরুমে উপজেলা মৎস্য  অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য-উপাত্ত তোলে ধরেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকারের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন-সহকারি কমিশনার (ভূমি) ছাব্বির আহমেদ আকুঞ্জি, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি হেমায়েত আলী খান,সাধরাণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল,সাংবাদিক মোশাহেদ আলী শাহেদ,রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন,সাংবাদিক মখলিছ মিয়া। উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমন,সাংবাদিক আশিকুল ইসলাম,শিব্বির আহমেদ আরজু ও আতাউর রহমান। উল্লেখ্য,জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর সপ্তাহ ব্যাপী কর্মসূচির কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার (১৮জুলাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করবেন হবিগঞ্জ ২ বানিয়াচং আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com