বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালী

বাহুবল প্রতিনিধি: বাহুবলে “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যেকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরে র‌্যালী, পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‌্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, উপজেলা প্রানিসম্পদ অফিসার আমজাদ হোসেন ভূইঞা, উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব হোসেন শাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমেদ, সাংবাদিক ফয়স আহমেদ চৌধুরী তাইনুছ, উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্পের হিসাব সহকারি সাদিকুর রহমান চৌধুরী সুজন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শরিফ উদ্দিন ও ক্ষেত্র সহকারী জয়তুন নাহার, শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য প্রমুখ। এছাড়াও র‌্যালীতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com