শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১১টায় বাহুবল অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুর, সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ ফারুকুর রশীদ। বক্তব্য রাখেন সফল খামারী ইয়াকুত মিয়া, শ্রেষ্ঠ খামারী হাজী মোশাহিদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল।

এছাড়াও শেষে মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও উপজেলার শ্রেষ্ঠ খামারীদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মোঃ আলমগীর কবির।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com