শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে গীতা সংঘের উদ্যোগে জন্মাষ্টমী পালিত

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বানিয়াচংয়ে গীতা সংঘের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। গত শুক্রবার সকাল ৯ ঘটিকায় এ উপলক্ষ্যে বানিয়াচং হাসপাতাল সংলগ্ন বুড়াশিব বাড়িতে হইতে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

শোভাযাত্রায় বানিয়াচং পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,বানিয়াচং জয়কালি বাড়ি, রামকৃষ্ণ সেবাশ্রম, সংসঙ্গ বানিয়াচং, যাত্রাপাশা নারায়ন যুব সংঘ, মোদক বাড়ি হরি সংঘ, সনাতন যুবসংঘ, উদীয়মান যুবসংঘ, বসুন্ধরা কিশোর সংঘ, উদয়ন গীতা সংঘ, কৃষ্ণ মন্দির গোপ মহল্লা, পার্থ সারথী গীতা সংঘ, গীতাভক্তি শিশুসংঘ, শ্রীহট্ট ব্রাক্ষণ পরিষদ, সৃজনী যুব সংঘ, ত্রিনয়নী যুব সংঘ, হাজরাপাড়া চাঁনপুর পূজা উদযাপন পরিষদ, শ্রী রবীন্দ্র সরকার পন্ডিতের বাড়ি, লোকনাথ মন্দিরসহ সনাতন ধর্মের নানা শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহন করে। শোভাযাত্রাটি নতুন বাজার হয়ে সাগরদীঘির পশ্চিমপাড়, বড়বাজার, সাগরদীঘির পূর্বপাড়, বানেশ্বর বিশ্বাসের পাড়া হয়ে বুড়াশিব বাড়িতে গিয়ে শেষ হয়।

এছাড়া জন্মাষ্টমী উপলক্ষে গতকাল শনিবার গীতা সংঘের আয়োজনে ধর্মসভা ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়। ধর্মসভায় গীতা সংঘের সভাপতি রাসমনি আচার্য্যরে সভাপতিত্বে ও সঞ্জয় আচার্য্যরে পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বানিয়াচং রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি তপন কুমার বিশ্বাস। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জের ইসকন এর আজীবন সদস্য বাবু প্রমথ সরকার। আলোচক ছিলেন-শ্রীযুক্ত বাবু কালীপদ আচার্য্য। বিশেষ অতিথির বক্তব্য দেন-হিন্দু বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এড.স্বরাজ রঞ্জন বিশ্বাস, বানিয়াচং হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বানিয়াচং শাখার সভাপতি মন্ডলির সদস্য অধ্যক্ষ স্বপন কুমার দাস, পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি বাবু শঙ্খ শুভ্র রায়, বানিয়াচং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বানিয়াচং শাখার সভাপতি বিপুল ভুষন রায়, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি কাজল চ্যাটার্জি, বানিয়াচং পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ দেব, পূজা উদযাপন পরিষদের সেক্রটারি মাধব দেব, বুড়াশিব বাড়ির সভাপতি বাবু বাদল ভট্টাচার্য্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-হিন্দু বৌদ্ধ , খ্রিস্টান  ছাত্রঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সঞ্জয় ভট্রাচার্য্য, বুড়াশিব বাড়ির সেক্রেটারি বাবু সুপ্রিল মোহন পাল ও গীতা সংঘের কোষাধ্যক্ষ বাবু নিত্য দেব। স্বাগত বক্তব্য রাখেন গীতা সংঘের সেক্রেটারি গোপীনাথ মোদক রিপন। ধর্মসভায় বিভিন্ন জায়গা থেকে আগত বক্তব্যবৃন্দরা উপস্থিত ছিলেন। পরিশেষে নামকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com