বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

সিলেটে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

তরফ নিউজ ডেস্ক: সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফজর আলী (৩২) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।

সোমবার (০২ সেপ্টেম্বর) ভোরে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ফজর আলী কোম্পানীগঞ্জ উপজেলার গৌখালের পাড় গ্রামের মৃত আব্দুল গফুর বাদাইয়ের ছেলে।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ফজর আলী মাদকবিক্রেতা ছিলেন। তার বিরুদ্ধে মাদক ও শিশু নির্যাতনসহ ২১টি মামলা রয়েছে।

র‌্যাব সূত্র জানায়, ফজর আলীর বিরুদ্ধে শিশু নির্যাতন, অস্ত্র ও মাদকসহ ২১টি মামলা রয়েছে। রোববার (০১ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। পরবর্তীতে সোমবার ভোরে তাকে নিয়ে মিত্রিমহল এলাকায় মাদকের আস্তানায় অভিযান চালায় র‌্যাব।

এক পর্যায়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় মাদক বিক্রেতারা। এসময় র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ফজর আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিতে নিহত হন।

গোয়াইনঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রজিউল্লাহ জানান, খবর পেয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাপসাতালে গিয়ে মরদেহ তাদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com