বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু

বিশ্ববিদ্যালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত উপাচার্য শিরিণ আখতার রোববার সকাল ১১টায় আইসিটি ভবনে অনলাইনে ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

অনলাইন আবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

অনুষ্ঠানে জানানো হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতি ইউনিটের জন্য শিওর ক্যাশ, রকেট, অথবা বিকাশের মাধ্যমে আবেদন ফি হিসেবে ৫৫০ টাকা করে পরিশোধ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

এবার বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ৪৮টি বিভাগ ও পাঁচটি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিট এবং দুটি উপ-ইউনিটের অধীনে।

এবারের ইউনিট চারটি হল- ব্যবসায় প্রশাসন (সি), কলা ও মানব বিদ্যা (বি), বিজ্ঞান (এ) এবং সমাজ বিজ্ঞান ও অন্যান্য (ডি)।

দুইটি উপ-ইউনিট হল- কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা, সংগিত বিভাগ ও চারুকলা ইনস্টিটিউট নিয়ে ‘বি১’ এবং শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্সেস বিভাগ নিয়ে ‘ডি-১’।

সব মিলিয়ে এবার ভর্তির জন্য আসন আছে চার হাজার ৯২৬টি।

আগামী ২৭ অক্টোবর ‘বি’, ২৮ অক্টোবর ‘ডি’, ২৯ অক্টোবর ‘এ’, ৩০ অক্টোবর ‘সি’ ইউনিট এবং  ৩১ অক্টোবর ‘বি১’ ও ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সব তথ্য http://admission.cu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

(সূত্র : বিডিনিউজ২৪ ডটকম)

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com