শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন
সিলেট সংবাদদাতা: ২০২০ সাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন ব্যাপক কর্মসুচি গ্রহণ করেছে।
এ উপলক্ষে সোমবার (৯ সেপ্টেম্বর) নগর ভবনে আয়োজিত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের লক্ষ্যে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরীকে আহবায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সিটি কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বক্স লিপ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, রেজওয়ান আহমদ, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, আজম খান, সৌকত আমীন তৌহিদ, তারেক উদ্দিন তাজ, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, নাজনিন আক্তার কনা ও এসেসর চন্দন দাশ।
গঠিত কমিটি ২০২০ সাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বছর ব্যাপী নানা কর্মসুচি গ্রহণ করবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, হিসাব কর্মকর্তা আ ন ম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, কর কর্মকর্তা মো. রমিজ উদ্দিন প্রমুখ।