বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট, উদ্বোধনী দিনে বাহুবল ও মিরপুর বিজয়ী

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) সারা দেশের ন্যায় বাহুবলেও শুরু হয়েছে। বাহুবল উপজেলা প্রশাসন-এর তত্বাবধানে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সোমবার দুপুর ২ টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী দিনের ১ম ম্যাচে বাহুবল প্লে মেকার্স একাদশের মুখোমুখি হয় সাতকাপন কিংস একাদশ। ২-০ গোলে এ ম্যাচে জয় লাভ করে বাহুবল প্লে মেকার্স একাদশ। দিনের অপর ম্যাচে মিরপুর খোয়াই একাদশ-এর মুখোমুখি হয় পুটিজুরী রেঞ্জার্স একাদশ। ম্যাচের নির্ধারিত সময়ে ফলাফল অমিমাংসিত থাকায় ট্রাইবেকারে ফলাফল নির্ধারণ করা হয়। ট্রাইবেকারে ৪-২ গোলে ম্যাচটি জিতে মিরপুর খোয়াই একাদশ। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দুল মতিন, সহকারী ছিলেন ওলিউর রহমান ও আব্দুস শহিদ।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টায় স্নানঘাট ওয়াটারফ্লু একাদশের সাথে গ্রুপ পর্বের ৩য় ম্যাচে লড়বে লামাতাসী ফাইটার্স একাদশ। একই দিন বিকাল ৩টয় অনুষ্ঠিত হবে ১ম সেমি ফাইনাল ম্যাচ। খেলার সূচি অনুযায়ী ৩য় ম্যাচের বিজয়ী দলকে ভাদেশ্বর আগামনী একাদশের সাথে লড়াইয়ে নামতে হবে। ২য় সেমি ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায়। এ ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ পর্বের ১ম ম্যাচ বিজয়ী বাহুবল প্লে মেকার্স ও ২য় ম্যাচ বিজয়ী মিরপুর খোয়াই একাদশ। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com