বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান সামরিক বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার: সেনাপ্রধানের সতর্কবার্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে চলতি সপ্তাহেই ভোটের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে ইসি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত চুনারুঘাট থানার ওসি নুর আলম চুনারুঘাটে গৃহবধূ হত্যার অভিযোগ স্বামী পলাতক, দুই নারী আটক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি রাস্তায় গেইট বসানোর অভিযোগ শেখ মুজিবুর রহমান জাতির জনক নন: নাহিদ ইসলাম বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুই প্রাণহানি

সিলেটে দুই মামলায় রিমান্ডে স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ

নিজস্ব প্রতিবেদক : দুই মামলায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে’র ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে মহানগর মূখ্য হাকিম আদালতের বিচারক মো. মোস্তাইন বিল্লাহ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া জানান, র‌্যাবের করা অস্ত্র ও মাদক মামলার আসামি পিযুষ ও তার তিন সহযোগী বাপ্পা পাল, মন্টি রায় ও রায়হান খানের ৭ দিন করে পৃথক ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

চলতি বছরের ১১ সেপ্টেম্বর রাতে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল থেকে ৩ সহযোগীসহ পিযুষকে আটক করে র‌্যাব। তাদের কাছ থেকে ১টি রিভলভার, ৩টি রামদা এবং ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরদিন বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করে পিযুষসহ ৪ জনকে পুলিশে হস্তান্তর করা হয়। ওইদিন বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, পিযুষের বিরুদ্ধে ৩ প্রবাসীকে মারধর করা ছাড়াও চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অসংখ্য মামলা রয়েছে। তাছাড়া রাজপথে অস্ত্র উচিয়ে ভাঙচুর ও ব্যাংকে আগুন দেওয়ার ঘটনায় নিজেকে আলোচিত করে তুলেন পিযুষ।

অভিযোগ রয়েছে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে নগরের মির্জাজাঙ্গাল এলাকায় একটি বাসা দখল করে নিজের আস্তানা গড়ে তুলেন। তার অনুসারীরা নগরের মির্জাজাঙ্গাল, দাড়িয়াপাড়া, লামাবাজার, জামতলা, তালতলা, সুরমা মার্কেট, জল্লারপাড়, রিকাবিবাজার, চৌহাট্টা পয়েন্ট এবং আশপাশের এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com