শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

লাকসামকে জেলা ঘোষণার দাবীতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা): লাকসামকে জেলা ঘোষণার দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর আবারো স্মারকলিপি প্রদান করেছে লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদ। খবর নিউইয়র্ক থেকে।

জাতিসংঘের ৭৪তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। গত ২২ সেপ্টেম্বর বিকালে আমিরাত এয়ারওয়েজের একটি বিমানযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শতশত নেতাকর্মী বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসাবে যুক্তরাষ্ট্রে আসেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার নিউইয়র্ক ম্যানহটনের গ্রান্ড হায়াত হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপির সাথে সাক্ষাত করেন লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শিব্বীর আহমেদ। ওই সময় তিনি লাকসামকে জেলা ঘোষনার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

সাক্ষাতে লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শিব্বীর আহমেদ লাকসামকে জেলা ঘোষনার যৌক্তিকতা তুলে ধরেন। এছাড়াও তিনি ১৯৭২ সালের ২৬ জানুয়ারি তৎকালীন গণপরিষদের সদস্য লাকসামের দুই কৃর্তীমান পুরুষ মরহুম আবদুল আউয়াল এমপি এবং মরহুম জালাল আহমেদ এমপির দেয়া স্মারকলিপির কপিও ড. আবদুস সোবহান গোলাপ এমপি’র কাছে হস্তান্তর করেন।

লাকসামকে জেলা ঘোষনার দাবীতে ১৯৭২ সালের ২৬ জানুয়ারিতে দেয়া স্মারকলিপির কপি বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি পড়ে দেখেন এবং পরে তিনি স্মারকলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানোর আশ্বাস দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com