বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : লাকসাম রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাছান আহমেদ পলাশ বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় শনিবার দুপুরে লাকসাম রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে রেলওয়ে জংশন স্টেশনে তাকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে।
লাকসাম রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ২নং ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্যাহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন ননি, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শফিকুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবু হানিফ মজুমদার, ১নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ ফারক, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম মুরাদ প্রমুখ।