শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে চিতাবাঘের শাবক আটক

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের সীমান্ত এলাকা যাদুকাটা নদী থেকে চিতাবাঘের একটি শাবক আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

চিতাবাঘের শাবকটির ওজন হবে দেড় থেকে দুই কেজি। বাঘ আটকের সংবাদ শুনে স্থানীয় উৎসুক জনতা শাবকটি একনজর দেখার জন্য চানপুর বিওপিতে ভিড় করে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাকসুদুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (৫ অক্টোবর) সকালে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা-সংলগ্ন যাদুকাটা নদীর পাড়ে চিলাবাজার এলাকায় সুনামগঞ্জ-২৮ বিবিজি ব্যাটালিয়নের অধীন চানপুর বিওপির একটি টহল দল নিয়মিত টহল দেয়ার সময় চিতাবাঘের শাবকটি দেখতে পেয়ে কৌশলে আটক করে খাঁচায় বন্দী করে বিওপিতে নিয়ে আসে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাকসুদুল আলম আরো জানান, বন বিভাগের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ঘটনাস্থলে এলে তাদের মাধ্যমে বাঘের শাবকটি মেঘালয় পাহাড়ে অবমুক্ত করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com