শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

ফেনী আ.লীগের সম্মেলন : আক্রামুজ্জামান সভাপতি, সম্পাদক নিজাম হাজারী এমপি

ফেনী প্রতিনিধি : ফেনী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। পদ্মা সেতুর আদলে নির্মিত দৃষ্টি নন্দন মঞ্চে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। বক্তব্য রাখেন ফেনীর স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করীম চৌধুরী, লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, সাবেক মন্ত্রী একেএম শাহজাহান কামাল উপস্থিত ছিলেন।

প্রথম অধিবেশন শেষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটাভুটিতে অ্যাডভোকেট আক্রামুজ্জামানকে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপিকে ফের সাধারণ সম্পাদক নতুন কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে সন্মেলন শুরুর আগে সাততলা বিশিষ্ট ভবনের ভিত্তি ফলক উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

দীর্ঘ ৭০ বছর পর স্থায়ী ঠিকানা খুঁজে পেয়েছে ফেনী জেলা আওয়ামী লীগ। ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির একক প্রচেষ্টায় শহরের ষ্টেশন রোডে সাততলা বিশিষ্ট এ ভবনের নির্ধারণ করেন।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম খাজা আহম্মদ। সেই সময়ে তাঁর মালিকীয় তৃপ্তি বোডিংই ছিল জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়। খাজা আহম্মদের পর মুক্তিযোদ্ধা এবিএম তালেব আলী ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর সময়ে ট্রাংক রোডে পুরাতন বাটা বাজারের ওপরে ছিল দলীয় কার্যালয়। এরপর জয়নাল আবেদীন হাজারী সাধারণ সম্পাদক থাকাকালে শহরের মাষ্টারপাড়াস্থ তাঁর বাড়ির আঙিনায় মুজিব উদ্যান অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।

২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অভিযানের মুখে জয়নাল হাজারী দেশ ছেড়ে পালালে দলের ওই দুঃসময়ে জেলা আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরীর ষ্টেশন রোডস্থ বাসভবনের নিচতলা অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার হতো।

এরপর ২০০৩ সালে তিনি শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতানের পাশে কলেজ রোডের সমবায় মার্কেটের তিন তলায় অস্থায়ী কার্যালয় ভাড়া নেন। এই অস্থায়ী কার্যালয়ই এতোদিন দলীয় অফিস হিসেবে ব্যবহার হয়ে আসছে।

ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর আন্তরিক প্রচেষ্টায় অবশেষে জেলা আওয়ামী লীগ খুঁজে পেলো নিজস্ব ঠিকানা। শহরের স্টেশন রোডে ১০ শতক ভূমিতে সাততলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com