শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

বাহুবলে প্রাইভেট কারচাপায় স্কুল ছাত্র নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে প্রাইভেট কারচাপায় শেখ মোজাহিদ মিয়া ( ৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শেওড়াতুলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র উপজেলার শেওড়াতুলী গ্রামের শেখ আব্দুল আজিজ এর ছেলে এবং স্থানীয় স্বস্থিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর তৃতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব পার্শ্বে পাশ্ববর্তী গ্রাম হাসনাবাদে শেখ মোজাহিদ মিয়া তার চাচাতো বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে মহাসড়ক অতিক্রম করার সময় সিলেটগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোজাহিদের মৃত্যু হয়।

নিহত মোজাহিদ মিয়ার বয়স যখন আড়াই বছর তখনই সে মাকে হারায়। পরে সৎ মায়ের সংসারে তার একমাত্র ছোট বোনকে মায়ের আদর স্নেহ দিয়ে লালন পালন করতো। একমাত্র ভাইকে হারিয়ে ছোট বোন ও সন্তানকে হারিয়ে জন্মদাতা বাবার কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়ে এলাকায় শোকের ছায়া বইছে। মা হারানো একমাত্র পুত্র সন্তানটিকে হারিয়ে ছোট মেয়েকে বুকে জড়িয়ে অঝোড়ে কেঁদে কেঁদে বারবার মুর্ছা যাচ্ছিলেন মেজাহিদের বাবা আব্দুল আজিজ। ঘটনার পরপরই বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক নিহত স্কুল ছাত্রের বাড়িতে গিয়ে শিশুর বাবা সহ পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাটক প্রাইভেট কারটিকে আটক করা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com