বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বানিয়াচংয়ে সড়ক পরিবহন আইনে ৪ যানবাহনকে জরিমানা

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচংয়ে মোটরযান আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, ইজিবাইক, ব্যাটারিচালিত ৭টি অটোরিক্সা আটক করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ৪জন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় বানিয়াচং নতুনবাজারের বিভিন্ন পয়েন্টে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খন্দকার, সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এ সময় বিভিন্ন যানবাহন থামিয়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৭৫ ধারায় মোটরসাইকেল চালক আবুল খায়ের কে ৫ হাজার টাকা, দীপু বণিককে ৫ হাজার টাকা, মোক্তার হোসেনকে ৫ হাজার টাকা ও পারভেজ মিয়াকে ১হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯ ও ৫২ ধারায় মেসার্স সহিবুর স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

পাশাপাশি বেপরোয়া অটোরিক্সা চালকদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়। বাজারের কয়েকটি পয়েন্ট থেকে ৭ জন অপ্রাপ্ত বয়স্ক অটোরিক্সা চালকদের তাদের গাড়িসহ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার বলেন -সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সড়ক পরিবহন আইন কার্যকর করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন বানিয়াচং থানার এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com