শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে দেওয়া হয়েছে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী।

বুধবার (২০নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে সিলেট আল হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেড তাদের সামাজিক দায়িত্ববোধ থেকে দরিদ্র রোগিদের জন্য ফ্রি চিকিৎসা সেবার অয়োজন করেন। ফ্রি চিকিৎসা ক্যাম্পটির সার্বিক সহযোগিতা করে শ্রীমঙ্গল প্রেসক্লাব।

একদিনের এই চিকিৎসা ক্যাম্পে প্রায় ১ হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহন এর সুযোগ পায়। সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্ভোধন করেন সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীপ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

অনুষ্টানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ অলিউর রহমান, ভাইস চেয়ারম্যান আল, হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেড।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা:এম.ফয়েজ আহমদ, পরিচালক মেডিকেল সার্ভিস আল হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেড। নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রীমঙ্গল।আশরাফুজ্জামান, সিনিয়র পুলিশ সুপার, মৌলভীবাজার। মো:আব্দুছ ছালেক, অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা। ডা: শাখাওয়াৎ হোসেন, উপজেলা সাস্থ্য কর্মকর্তা শ্রীমঙ্গল। আব্দুর রহিম রিপন,পরিচালক দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম ইদ্রিস আলীর সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন বিশ্বজ্যোতি চৌধুরী, সভাপতি শ্রীমঙ্গল প্রেসক্লাব।

এছড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা সেবা নিতে আশা রোগী, সুধিজন ও সাংবাদিক বৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com