শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বানিয়াচংয়ে নিজ উদ্যোগে দেশি অস্ত্র জমা দিলেন গ্রামবাসী

নিজ উদ্যোগে দেশি অস্ত্র জমা দিলেন উত্তর সাঙ্গর গ্রামবাসী ।

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে নিজ উদ্যোগে দেশি অস্ত্র জমা দিয়েছেন উত্তর সাঙ্গর গ্রামবাসী।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পুলিশ সুপারের নিকট তারা এসব অস্ত্র জমা দেন। এ সময় তারা দাঙ্গা থেকে বিরত থাকার অঙ্গীকারও করেন।

নিজ উদ্যোগে অস্ত্র জমা উপলক্ষে উত্তর সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামন্তের সভাপতিত্বে ও সুজাতপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ধ্রুবেশ চক্রবর্তীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী। এছাড়া গ্রামবাসী উপস্থিত ছিলেন।

সভায় গ্রামবাসীর উদ্দেশে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ দাঙ্গার কুফল সম্পর্কে আলোচনা করেন এবং গ্রামবাসীকে দাঙ্গা থেকে বিরত থাকতে আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com