বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ শহরে ইনাতাবাদ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে জুয়েল খান (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল আজমিরীগঞ্জ উপজেলার কাকাইছর গ্রামের হাজী আব্দুর হামিদের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরের গোসল করে কাপড় রোদে শুকানোর জন্য বাসায় ছাদে যায়। এসময় অসাবধানতা কারণে বিদ্যুতের তারের সঙ্গে সে জড়িয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মখলুছের রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।