সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে জব্দকৃত ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে লংকাকাণ্ড ঘটেছে। পেঁয়াজ কিনতে গিয়ে শিশুসহ ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ফারুক মিয়াকে (৪৫) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।
কৃষ্ণনগর গ্রামের আহাদ মিয়া, দুলাল জানান, প্রশাসন সামান্য কিছু পেঁয়াজ বিক্রি করে বন্ধ করে দেয়। অনেক নারীও পেঁয়াজ কিনতে এসে খালি হাতে ফিরে গেছে।
ক্রেতাদের অভিযোগ সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে থাকলেও উপজেলা বিভিন্ন অফিসের কয়েকজন কর্মচারীরা একাধিকবার পেঁয়াজ নিয়ে যেতে দেখা যায়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, চুনারুঘাট পেঁয়াজ ভর্তি একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো- ১৫-৪৩৫৭) মাধবপুর দিয়ে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাবার পথে পুলিশ আটক করে। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনুভা নাশতারানের উপস্থিতিতে রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা চত্বরে ৫০ টাক কেজি দরে সাধারণ ক্রেতাদের হাতে বিক্রি শুরু হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা উপজেলা চত্বরে জড়ো হয়।
‘এ সময় লোকজনদের ধাক্কাধাক্কিতে নারী শিশুসহ ৫ জন আহত হয়। পরিস্থিতি খারাপ হলে উপজেলা নিবার্হী কর্মকতার নির্দেশে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেয়া হয়। কয়েকটি বস্তা বিক্রি করার পর বাকি পিয়াজের বস্তা গুলো উপজেলা মিলনায়তনে নিয়ে রাখা হয়। পরে জনগণের চাপে উপপজেলা নিবার্হী কর্মকতার নির্দেশে শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় অবিক্রিত পেঁয়াজ গুলো বিক্রি করা হবে বলে হ্যান্ড মাইকে ঘোষণা করা হয়।’