মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : ১৯৭১ সালের ৩ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের পাক শক্রুদের প্রতিহত করে মুক্তিযোদ্ধারা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর মুক্ত করেছিল।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) শমশেরনগর মুক্ত দিবস। শমশেরনগর মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় শমশেরনগর সাহিত্যাঙ্গনের উদ্যোগে এক র্যালি বের হবে। র্যালি শেষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান শমশেরনগর ডাকবাংলো পরিদর্শন করার কর্মসুচী গ্রহণ করার হয়েছে।
১৯৭১ মুক্তিযুদ্ধ শুরুর মুহুর্তে ২৮ মার্চ সর্ব প্রথম মুক্তিযোদ্ধারা একজন ক্যাপ্টেনসহ ৯জন পাক সেনাকে হত্যা করেছিল শমশেরনগরে। এরপর দীর্ঘ নয় মাস পাক সেনারা শমশেরনগরে শক্ত ঘাটি স্থাপন করে নারকীয়ভাবে নির্যাতন পরিচালনা করে অসংখ্য মানুষ হত্যা করেছিল স্থানীয় বিমান বন্দরের রানওয়ের বধ্যভূমিতে। এখানে পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল সংঘর্ষ হয়েছিল।
অবশেষে মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় ঠিকে থাকতে না পেরে পাক সেনারা ৩ ডিসেম্বর শমশেরনগর ছেড়ে মৌলভীবাজার জেলা সদরের দিকে পিছু হটেছিল। ৪৮ বছর আগে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানিদের প্রতিহত করে মুক্তিযোদ্ধারা কমলগঞ্জ উপজেলার শমশেরনগর মুক্ত করেছিলেন।