মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : প্রথম দুই দিনে এসেছিল তিন চার স্বর্ণ। এরপর তিন দিন আর তার দেখা মেলেনি। অবশেষে শনিবার তা কাটিয়েছিলেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, ওই ডিসিপ্লিন থেকেই আবার স্বর্ণ জিতেছিলেন জিয়ারুল ইসলাম। তারপর ফেন্সিংয়ে ফাতেমা মুজিবের হাত ধরে এসেছিল আরও এক স্বর্ণ। আসরের সপ্তম দিনেও এসেছে সুখবর। আর্চারিতে পুরুষদের দলগত রিকার্ডে স্বর্ণ জিতেছে বাংলাদেশের ছেলেরা।
আরচারি থেকে আরও ৫টি স্বর্ণ জেতার আশা রয়েছে আজ। যেখানে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে রোমান সানা, মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে ইতি খাতুন, ছেলেদের কমপাউন্ড এককের ফাইনালে সোহেল রানা, মেয়েদের কমপাউন্ড এককের ফাইনালে সোমা বিশ্বাস এবং মেয়েদের দলগত রিকার্ভের ফাইনালে লড়বে বাংলাদেশ।