শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

শ্রীমঙ্গলে ৭ জয়িতাকে সম্মাননা প্রদান

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার : শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৯ উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জয়িতাদের সম্মাননা অনুষ্ঠান।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জয়িতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সাত জন জয়িতার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম , উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা আমিন উদ্দিন।

জয়িতা অন্বেষণে বাংলাদেশ উপজেলা শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ফাতেমা সুলতানা, সফল জননী নারী হিসেবে সুপ্রীতি চক্রবর্তী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় মোছা. সুলতানা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ষষ্টি রানী দাসকে জয়িতা সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ইউনিয়ন পর্যায়ে সফল জননী নারী হিসেবে সন্ধ্যা রানী সরকার, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে আনোয়ারা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নাজমা খানমকে জয়িতা সম্মাননা হিসেবে সনদ তুলে দেওয়া হয়।

এসময় নির্বাচিত জয়িতারা তাদের জীবনের গল্প তুলে ধরেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা শাহেদা আক্তার বলেন, গত ২০১২ সাল থেকে সারাদেশে মহিলা বিষয়ক অধিদপ্তর এর মাধ্যমে সফল নারীদের জয়িতা অন্বেষণে বাংলাদেশ সম্মাননা দেয়া হচ্ছে। আমরা শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে সফল নারীদের খুঁজে বের করে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের সম্মাননা দিয়েছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com