মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া নামক স্থানে তেলের ভাউচারের নিচে চাপা পড়ে নবী নেওয়াজ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত নবী নেওয়াজ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ফরমরিয়া গ্রামের মৃত হাসমত আলীর ছেলে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলের ভাউচার (চট্ট মেট্রো-ট-৪১০৩৬৪) ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নবী নেওয়াজকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।