শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে বিজয়ের কথা, গান ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে ৷

বুধবার (২৫ডিসেম্বর) বিকেলে শহরের ঐতিয্যবাহী দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷

সংগঠনের সভাপতি কয়েস সামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুমোদ রঞ্জন দেব, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ৷

উপস্থিত ছিলেন, দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারি অধ্যাপক রজত শুভ্র চক্রবর্ত্তী, বাদল কৃষ্ণ বনিক প্রধান সমন্বয়ক মৌচাক সাহিত্য পরিষদ, কবি জহিরুল মিঠু, প্রধান শিক্ষক একরামুল কবির, লাইফস্ গুড ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল কাজী আসমা, সাবিনা বেগম, রিতা দত্ত, সংগঠনের সাধারন সম্পাদক সমিরন দাশ, কিশোরী ক্লাবের সভাপতি সুচিত্রা দেব, একুশে টিভির জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, রুপম আচার্য্য, আল ইব্রাহিম, রিয়ন আহমেদ ও শ্রীমঙ্গল ফুলকলি সোসাইটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো: শফিকুল ইসলাম রুম্মন প্রমুখ ৷

মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তি করেন, সানজিতা শারমিন, অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করে ইপা বড়ুয়া ও তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৷ অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রীতম পাল ৷

অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্বরুপ ফুলেল শুভেচ্ছা ও উত্তরিয় প্রদান করা হয় ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com