শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে পত্রিকা বিক্রেতার বিরুদ্ধে মামলা, এলাকায় ক্ষোভ

পত্রিকা বিক্রেতা সাত্তার মিয়া।

নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে নিরীহ এক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে ক্ষোভ। চলছে নানা সমালোচনা।

জানা যায়, ওই গ্রামের ইউনুছ মিয়ার কাছে পৈত্রিক সম্পত্তির ভাগ চান তারই ভাই কদ্দুছ মিয়া। আর এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ইউনুছ মিয়া। কাল্পনিক ঘটনা সাজিয়ে মামলা দায়ের করেন ভাতিজা পত্রিকা বিক্রেতা সাত্তার মিয়ার বিরুদ্ধে।

কদ্দুছ মিয়া জানান, তার ভাই ইউনুছ মিয়া খুবই খারাপ প্রকৃতির লোক। সে সামাজিক বিচার সালিশের তোয়াক্কা করে না। পৈত্তিক সম্পত্তি জবর দখল করে ভোগ করছে। সম্পত্তির ভাগ চাওয়ায় কাল্পনিক ঘটনা সাজিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আমরা এর ন্যায় বিচার চাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com