শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল মাইজদিহি এলাকা থেকে বাবুলাল সিং নামে এক মাদক ব্যবসায়ীকে ৫ কেজি গাঁজাসহ আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারী) সকালে শ্রীমঙ্গল থানা থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, শুক্রবার রাতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এএসআই অনোয়ার হোসেন, এসআই মহিন উদ্দিন, এএসআই জিতেন কর্মকারসহ একদল পুলিশ মাইজদিহি চা-বাগানের খেলার মাঠে অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে আটক করেন। অটক মাদক বাবুলাল সিং মৌলভী চা-বাগানের মৃত জিৎ সিংয়ের পুত্র। সে একজন পেশাদার মাদক কারবারী তার বিরুদ্ধে আগেও মাদকের মামলা রয়েছে।
পুলিশ জানায়, আটককৃত বাবুলাল সিংয়ের বিরুদ্ধে শনিবার শ্রীমঙ্গল থানায় একটি মামলা দাায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।