বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১০:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

‘ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে’

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, খেলাধুলা ও স্কাউট মাধ্যমে শরীর চর্চা অনুষ্ঠিত হয় এতে ছাত্র ছাত্রীদের মন মানসিকতা উন্নত হয়। প্রতিটি স্কুলের মধ্যে স্কাউট চালু থাকা উচিত। মাদককে না বলতে হবে। ছাত্র জীবনে একবার মাদকের ছোবলে পড়লে জীবন শেষ। তাই অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সচেতন থাকতে হবে ছাত্র-ছাত্রী যাতে মাদক ও জঙ্গী কর্মকান্ডের সাথে না জড়ায়। বঙ্গবন্ধুর মুজিব বর্ষে স্কাউটাদের শত স্বতঃফুর্ত ভাবে পালন করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে।

উপরোক্ত কথা গুলো নবীগঞ্জ উপজেলার স্কাউটস সমাবেশ মহাতাঁবু জলসার প্রধান অতিথির বক্তব্যে বলেছেন। ‘স্কাউট করি- সুন্দর জীবন গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়নে স্কাউটিং ক্যাম্প পরিচালনা পরিষদের উদ্যেগে চতুর্থ নবীগঞ্জ উপজেলা স্কাউটস সমাবেশ মহাতাঁবু জলসা সমাপ্ত হয়েছে।

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে রবিবার রাতে আউশকান্দি স্কুল ও কলেজ প্রাঙ্গনে চতুর্থ স্কাউট সমাবেশের ২০২০ইংরেজী সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস নবীগঞ্জ শাখারা সভাপতি বিশ্বজিত কুমার পাল এর সভাপতিতে ও বাংলাদেশ স্কাউটস এর নবীগঞ্জ শাখার কমিশনার ক্যাম্প চীফ আলী আমজাদ মিলন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজললু হক চৌধুরী সেলিম, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফজলুল হক, গণপূর্ত উপ বিভাগীয় প্রকৌশলী রেজাউল বারী তুহিন, বাংলাদেশ স্কাউটস এর জেলা কমিশনার কাজী কামাল,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার,সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ যুন্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম, এ আহমদ আজাদ, বাংলাদেশ স্কাউটস এর জেলা সহকারী কমিশনার শিউলী রাণী, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গর্ভানিং বডির সভাপতি হাজী সুহুল আমিন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান ও ক্যাম্প উপদেষ্টা লুৎফুর রহমান, বাংলাদেশ স্কাউট হবিগঞ্জ জেলার স্কাউট লিডার ও প্রোগাম চীফ কমিশনার জি এম সহিদুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস নবীগঞ্জ উপজেলার কোয়াটার মাস্টার মোঃ হারুন মিয়া, আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভলান্টিয়ার চীফ ইফনিট লিডার মোঃ আজহারুল ইসলাম মল্লিক, নবীগঞ্জ উপজেলা শাখার আউশকান্দি মুক্ত স্কাউট এর ক্যাম্প মার্শাল মোঃ মিলাদ হোসেন।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চ্যানেল এস নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদ, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, আমার হবিগঞ্জ প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী সহ আরো অনেকেই। ৪টি সাব ক্যাম্প এর মধ্যে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া ,দেওয়ান ফরিদ গাজী সাব ক্যাম্প, মাহবুবুর রব সাদী অনুদ্বৈপায়ন ভট্টাচায্য সাব ক্যাম্পে মহাতাঁবু জলসা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শিক্ষানুরাগী লোকজন। চতুর্থ স্কাউট সমাবেশে উপজেলার প্রায় ৩০টি দল অংশ গ্রহন করে। বিভিন্ন সরকারী বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাণনা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে রাতে প্রচন্ড ঠান্ডার মধ্যে ছাত্র-ছাত্রীদের যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন রকম নৃত্য, নাটক সহ ডিসপ্লে প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে তুলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com