শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন
আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: লাকসাম পৌরসভার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ই মার্চ থেকে ২০২১ সালের ১৭ই মার্চ পর্যন্ত ‘মুজিব বর্ষ’ উদযাপনে লাকসাম পৌরসভা বছরব্যাপী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে পৌরসভা মিলনায়তনে মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের সংবাদ সম্মেলনে এ কর্মপরিকল্পনা ঘোষণা করেন।
গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের লক্ষ্যে পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে ২টি ক্ষণগণনা ডিজিটাল ঘড়ি স্থাপন, যা ইতোমধ্যে স্থাপন করা হয়েছে, বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পৌর প্রাঙ্গনে মুজিব কর্ণার স্থাপন, বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র প্রদর্শন, কোরআনখানি, মিলাদ ও কাঙ্গালী ভোজ, ব্যানার-ফেস্টুন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন, আলোক সজ্জা, বঙ্গবন্ধুর নামে সড়ক নামকরণ, ক্রীড়া, বৃক্ষরোপন কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, জাতির পিতার জীবনীর উপর বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠকসহ নানা কর্মসূচি।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-১ বাহার উদ্দিন, প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আকতার হোসেন, সচিব আলাউদ্দিন, কাউন্সিলর মোঃ শাহ আলম, আফতাব উল্যাহ চৌধুরী ঝন্টু, কাউন্সিলর মোহাম্মদ উল্যাহ, ওমর আলী, গোলাম কিবরিয়া সুমন, সালমা আক্তার সুমী, নাসিমা সুলতানাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।