বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুরে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ কাজে বাধা ও চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না পেয়ে কতিপয় ব্যক্তি নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারের ডামট্রাক ও এক্সেবেটর আটকে রাখলে পুলিশ তা উদ্ধার করেছে।
এ ব্যাপারে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে একটি সাবস্টেশন স্থাপনের কাজ শুরু হয়েছে। আর উক্ত কাজের দায়িত্ব পেয়েছে মেসার্স আলবি এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। গত কয়েকদিন ধরে এর ঠিকাদার কাজ বাস্তবায়নে নিয়োজিত আছেন। কিন্তু আছকির মিয়া নামের এক ইউপি সদস্যসহ কতিপয় ব্যক্তি চাদা না পেয়ে এখানে মাটি পরিবহনে বাধা দিচ্ছেন বলে জানা গেছে। এমনকি গত মঙ্গলবার সকাল ৯ টার দিকে নুরপুর নোয়াহাটি নামক স্থানে ঠিকাদারের একটি ডামট্রাক ও এক্সেবেটর আটকে রাখেন আছকির মিয়া, কান্দিগাও গ্রামের আজদু মিয়া ও জসিম সহ কয়েক ব্যক্তি।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই আব্দুল মুকিত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডামট্রাক ও এক্সেবেটর উদ্ধার করে। এসময় আছকির সহ তার সহযোগিরা পালিয়ে যায়। রাতে এরিপোর্ট লেখাকালে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছিল।