মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

বাহুবলে দাখিল পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর দাখিল মাদ্রাসার ২০২০ সালের দাখিল পরিক্ষার্থীরদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মো. এহসান আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আলাউর রহমান সাহেদ, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি বাবু নিরঞ্জন সাহা নিরু, মিরপুর দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য মো: আব্দাল মিয়া, মিরপুর দাখিল মাদ্রাসার দাতা সদস্য মো: ফারুক মিয়া তালুকদার প্রমুখ।

অনুষ্ঠান তত্ত্বাবধায়কে ছিলেন মিরপুর দাখিল মাদ্রাসার সুনামধন্য সুপার হাফেজ আলা উদ্দিন আহমেদ।

শেষে অতিথি ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com