শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

লাকসামে জনগণের সম্মেলন অনুষ্ঠিত

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : কুমিল্লার লাকসামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির সহযোগী সংগঠন ভিডিসি, চাইল্ড ফোরাম, সিবিও, বিভিন্ন এনজিও সংস্থা, সরকারি-বেসরকারি ও স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে লাকসাম এপির তালিকাভূক্ত শিশু ও স্থানীয়দের জন্য আগামী চার বছরের নতুন কর্মপরিকল্পনায় কাজ করার অঙ্গিকার নিয়ে দুইদিন ব্যাপী জনগণের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে লাকসাম এপির প্রোগ্রাম অফিসার সুব্রত মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও, বাকই ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ওমর আলী, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, লাকসাম থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, মিঠুন চক্রবর্তী, ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিজনেস প্রতিনিধি কোহিনুর প্রীতি, লাকসাম এপির প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, মহাসীন খান, লাকি গোমেজ, টেকনিক্যাল বিশেষজ্ঞ আবদুল আজিজ, লাকসাম এনজিও সমন্বয় ফোরামের সম্পাদক মোঃ শাহাব উদ্দিন তুহিন, সাজেদা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মোঃ আবু সাইদ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আগামী চার বছরের জন্য নতুন কর্মপরিকল্পনায় পাঁচটি প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবনাগুলো হলো, ২০২৪ সালের মধ্যে লাকসাম এপির কর্ম এলাকায় লক্ষ্যিত জনগোষ্ঠির কর্মদক্ষতা ও আয় বৃদ্ধির মাধ্যমে পরিবারে সচ্ছলতা আনা, মানসম্মত শিক্ষা নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে শিশুদের সঠিক বয়সে সঠিক শিক্ষা অর্জন করা, বাল্য বিবাহ, শিশু নির্যাতন ও সহিংসতা নিরসনের মাধ্যমে শিশু সুরক্ষিত সমাজ প্রতিষ্ঠা করা, নির্বাচিত যুবদের পেশাগত দক্ষতা অর্জন ও কাজের সুযোগ সৃষ্টির মধ্য দিয়ে বেকারত্ব দূর করা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পুষ্টি বৃদ্ধির মাধ্যমে মা ও শিশুর পরিপুষ্ঠতা ও সুস্বাস্থ্য নিশ্চিত করা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com