শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাইজিংবিডি ও পরিবর্তনসহ ৫৮ নিউজ পোর্টাল চালু

তরফ নিউজ ডেস্ক: রাইজিংবিডি ও পরিবর্তন নিউজপোর্টালসহ ৫৮টি ওয়েবসাইট ও লিংক বন্ধের নির্দেশনা তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নির্দেশনার পর থেকে ওয়েবসাইটগুলো খুলতে শুরু করেছে।

বিটিআরসি রোববার (০৯ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইইজি) অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার)-গুলোর কাছে ৫৮টি ওয়েবসাইট বন্ধের নির্দেশনা দিয়েছিল। এরপর পরিবর্তন.কম, প্রিয়.কম, রাইজিংবিডি, জাস্টনিউজবিডি.কমসহ বেশ কয়েকটি নিউজপোর্টাল খোলা যাচ্ছিলো না।

বন্ধের আদেশে ওয়েবসাইটগুলোর মধ্যে অনলাইন নিউজপোর্টালগুলো থাকা নিয়ে সোমবার আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সাংবাদিকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। সন্ধ্যার পর ৫৮টি সাইটই খুলে দেওয়া হয় বলে জানিয়েছে বিটিআরসি।

সন্ধ্যা সাতটার দিকে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খাঁন বলেন, সংশ্লিষ্ট ওয়েব পোর্টাল বন্ধের নির্দেশনা তুলে নেওয়া হয়েছে। পোর্টালগুলো এখন চালু হয়েছে।

এর আগে বিটিআরসি এবং সংশ্লিষ্ট আইএসপিগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনকেন্দ্রিক বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে বিভিন্ন নামে পরিচালিত ওয়েবসাইট বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। এরমধ্যে কয়েকটি অনলাইন নিউজপোর্টালও পড়ে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com