বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লাকসামে আন্তঃনগর ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার লাকসামে অল্পের জন্য ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে গেল শত শত যাত্রী। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের একটি বগির নীচে হঠাৎ আগুন ধরে যায়। এদিকে সিগন্যাল না থাকায় ট্রেনটি থেমে গেলে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা।

রোববার সকালে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন ষ্টেশনে এ ঘটনা ঘটে। এতে ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে লাকসাম ছেড়ে যায়।

লাকসাম রেলওয়ে জংশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিরতিহীন আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ৯ টার দিকে লাকসাম রেলওয়ে জংশন অতিক্রম করা কালে হঠাৎ একটি বগির নীচে আগুন দেখতে পেয়ে রেলওয়ের কয়েকজন কর্মচারী ও প্ল্যাটফরমে অপেক্ষমাণ যাত্রীরা চিৎকার শুরু করেন। এ অবস্থায় কেবিন থেকে সিগন্যাল বন্ধ থাকায় ট্রেনের চালক ট্রেনটি থামিয়ে দেয়।

এসময় ট্রেনে থাকা যাত্রীরা ট্রেন থেকে নামার জন্য হুড়াহুড়ি ও চিৎকার চেঁচামিচি করতে থাকে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ক্ষতিগ্রস্থ বগিটি রেখে ওই ট্রেনটি এক ঘন্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্য লাকসাম ছেড়ে যায়।

এই ব্যাপারে লাকসাম রেলওয়ে জংশন যান্ত্রিক বিভাগের ট্রেন একজামিনার (টিএক্সআর) মো. আক্তার হোসেন জানান, ট্রেনের চাকা ও স্প্রিংয়ের ঘর্ষণের ফলে হটএক্সেল হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

লাকসাম জংশনের স্টেশন কেবিন মাস্টার মো. বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনটি নাঙ্গলকোট স্টেশন অতিক্রম করার পর ফোনে এই দুর্ঘটনার সংবাদ পেয়ে লাকসাম জংশনে সিগন্যাল (সবুজ সংকেত) দেওয়া হয়নি। ফলে ট্রেনটি এখানে থেমে যায়। পরে দুর্ঘটনাকবলিত বগিটি রেখে এক ঘণ্টা বিলম্বে ওই ট্রেনটি চালু করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com