শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : মিরপুর ১০ নম্বরে বেনারসি পল্লির ঝুটপট্টি বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
শনিবার (১৪ মার্চ) দুপুর ১.২৪ মিনিটে এ অগ্নিকাণ্ড শুরু হয় বলে বাংলানিউজকে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।
অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।