বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটে পুকুর থেকে মংলু মুন্ডা (৪৬) নামে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে চুনারুঘাট থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত মংলু মুন্ডা উপজেলার নালুয়া দরগাবিল এলাকার ডুরগু মুন্ডার ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নামজুল হাসান জানান, সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।