শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

চুনারুঘাট সীমান্ত অরক্ষিত : আসছে গরু, মাদকদ্রব্য ও চা পাতা

সীমান্তে জব্দ ২১ লাখ টাকার চাপাতা

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা অরক্ষিত হয়ে পড়েছে। সীমান্তের চোরাই পথ দিয়ে প্রতিদিন আসছে ভারতীয় গরু, মাদকদ্রব্য সহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য। বিশেষ করে চিমটিবিল ও গুইবিল সীমান্ত চলে গেছে চোরাকারবারীদের দখলে। এ সীমান্ত দিয়ে প্রতিদিনই দেশে আসছে ভারতীয় গরুসহ মাদকদ্রব্য ও নিষিদ্ধ পন্য।এদিকে সোমবার দুপুরে চিমটিবিল সীমান্ত এলাকা থেকে ২১ লাখ টাকা মূল্যের নিম্নমানের ভারতীয় চোরাই চা পাতা জব্দ করেছে বিজিবি।

সীমান্তের ৭৫ এর ৩ এস পিলার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চা-পাতাগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন বিজিবি চিমটিবিল ক্যাম্প কমান্ডার সুবেদার কাউছার আহমেদ।

তিনি জানান, রোববার দিবাগত রাতের কোন এক সময় চোরাকারবারীরা ভারত থেকে চা-পাতাগুলো এনে ওই এলাকায় লুকিয়ে রাখে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ১৬৫ টি বস্তা জব্দ করা হয়। এতে প্রায় ৭ হাজার কেজি ভারতীয় নিন্মমানের অবৈধ চা-পাতা রয়েছে। যার বাজার মূল্য প্রায় ২১ লাখ টাকা।

তিনি আরো জানান, অভিযানের সময় কোন চোরাকারবারীকে পাওয়া যায়নি। জব্দকৃত চা-পাতা শায়েস্তাগঞ্জ কাস্টমে হস্তান্তর করা হয়েছে।

সীমান্তের একাধিক সূত্র জানায়, চিমটিবিল ও গুইবিল এলাকায় সংঘবদ্ধ চোরাকারবারিরা সক্রিয় রয়েছে। চক্রটি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা পাতি নেতা ও বিজিবির আসাধু ব্যক্তিকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে চোরাকারবার। অভিযোগ উঠেছে, আহমেদাবাদ ইউনিয়নের একাধিক জনপ্রতিনিধির ছত্র ছায়ায় আমুরোড বাজারে প্রকাশ্যে চোরাই গরুর হাট বসছে। স্থানীয় ওয়ার্ড মেম্বারের রশিদ ব্যবহার করে ভারতীয় গরুর ব্যবসা করছে চোরাকারবারীরা। একই চক্র সক্রিয় রয়েছে নিম্নমানের চা পাতা, মাদকদ্রব্য ও চোরাই গরু বানিজ্যে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com