রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্যাম্পের মাধ্যমে প্রায় অর্ধলক্ষাধিক টাকার কর আদায় করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দিনব্যাপি উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে আলাদা আলাদাভাবে বিশেষ ক্যাম্প বসিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়। দিনব্যাপি এ বিশেষ ক্যাম্পের মাধ্যমে উপজেলায় মোট আশি হাজার চারশত ছয়ষট্টি টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়।
এব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) খ্রিষ্টফার হিমেল রিছিল বলেন, উপজেলায় ৭টি ইউনিয়ন ভূমি অফিসে বিশেষ ক্যাম্পের মাধ্যমে প্রায় অর্ধলক্ষাধিক টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে। উৎসবমূখর পরিবেশে জমির মালিকগণ তাদের নিজ নিজ ভূমি উন্নয়ন কর প্রদান করেন।