শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

লাকসামে ১২ প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসকে পূঁজি করে গুজব ছড়িয়ে অবৈধ মজুদ ও চাউল, পেঁয়াজসহ নিত্যপণের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির দায়ে বৃহস্পতিবার (১৯মার্চ) লাকসামে ভ্রাম্যমান আদালতের অভিযানে চালের আড়ৎসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠানের ৩ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে লাকসাম পৌর সদরের গৌরাঙ্গসাহার মালিকানাধীন মেসার্স নিতাই চালের আড়ৎ ১ লাখ টাকা, জহর লাল সাহার মালিকানাধীন পুলিন বিহারী চালের আড়ৎ ১ লাখ টাকা, ইব্রাহিম খলিলের মালিকানাধীন মেসার্স মা ট্রেডার্স চালের আড়ৎ ৫০ হাজার টাকা, মেসার্স মাওলানা আবদুল মতিন চালের আড়ৎ ২০ হাজার টাকা, তাজুল ইসলামের মালিকানাধীন মিয়াজান চালের আড়ৎ ২০ হাজার টাকা, রাজেস সাহার মালিকানাধীন মেসার্স পুতুল সাহা চালের আড়ৎ ২০ হাজার টাকা, মেসার্স হৃদয় ষ্টোর চালের আড়ৎ ২০ হাজার টাকা, মেসার্স সোহরাব ষ্টোর ১৫ হাজার টাকা, মাসুম ব্রাদার্স ১০ হাজার টাকা, মেসার্স আবুল কালামের চালের আড়ৎ ১০ হাজার টাকা, নিতাই সাহার চালের আড়ৎ ১০ হাজার টাকা এবং শংকর রায়ের চালের আড়ৎকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম জানান, গত কয়েকদিন যাবত চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি ও গুদামজাতকরনের সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও অনুরূপ অভিযান চালানো হবে। এ সময় তিনি গুজবে কান না দিয়ে জনসাধারণকে অতিরিক্ত পণ্য না কেনারও আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com