শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

নবীগঞ্জে ৮৬ হাজার টাকা জরিমানা, প্রশাসনের কঠোর হুশিয়ারি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জে করোনাভাইরাস আতংকে এ শ্রেনীর অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসের কৃত্রিম সংকট সৃস্টি করেছেন। তথ্যের ভিত্তিতে বাজার মনিটরিং করতে নবীগঞ্জ উপজেলা প্রশাসন প্রতিদিনই বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আাদালত পরিচালনা করছেন।

শনিবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল এর নের্তৃত্বে একটি টীম উপজেলার গোপলার বাজার, দেবপাড়া বাজার, পানিউমদা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মূল্য তালিকা সংরক্ষণ না করার জন্য ব্যবসায়ীদের ১৬ হাজর টাকা জরিমানা করা হয়। সেই সাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট যাতে না সৃষ্টি করা হয় এজন্য কঠোর ভাবে নির্দেশনা দেয়া হয়।

এছাড়া নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন এর নের্তৃত্বে অপর একটি বাজার মনিটরিং টীম উপজেলায় অধিক মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার ফার্মের বাজার, কাজীর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং অধিক মুল্যে পণ্য বিক্রি করা অপরাধে ব্যবসায়ীদের নগদ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট যাতে না সৃষ্টি করা হয় এজন্য কঠোর ভাবে নির্দেশনা দেয়া হয়।

উল্লেখ্য বিশ্বব্যাপী ঘাতকব্যাধি করোনাভাইরাস যখন আঘাত এনে জনমনে ভীতির সুষ্টি করছে সোই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ষ্টক করে মুল্য বৃদ্ধি করে বাজারে কৃত্রিম সংকট সৃস্টি করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com