শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য হবিগঞ্জে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকল প্রকার বিপনী বিতাণ ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (২৩ মার্চ) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এ নির্দেশ দেন।
নির্দেশনায় বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত করোনা ভাইরাস সংক্রামণ নিয়ন্ত্রণের জন্য আজ থেকে প্রতিদিন সন্ধা ৭টার পর ঔষধের দোকান ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া জেলা সদর, উপজেলা সদর, পৌরসভার সকল প্রকার মার্কেট ও দোকাপাট বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হলো। এ নিয়ম অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। জনস্বার্থে সবাইকে এ আদেশ মেনে চলার জন্য বলা হয়।’
হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, জনসমাগম কমাতে হবিগঞ্জ শহরসহ সব জায়গায় গরু-ছাগলের হাটের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত গরু-ছাগলের হাট বসানো যাবে না। এই আদেশ অমান্যকারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।