শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে মাটি বোঝাই হ্যান্ডট্রলি উল্টে গিয়ে রবিন মিয়া (১০) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী কলাগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত রবিন উপজেলার কলাগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে ও স্থানীয় নুরে মদিনা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা জায়, সোমবার সকালে উপজেলার কলাগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে আল আমিন নিজেদের হ্যান্ডট্রলি দিয়ে তিন সহোদরকে সাথে নিয়ে নিজেদেরই বসতবাড়ির মাটি ভরাটের কাজে নামেন। বেলা ১০টার দিকে মাটিবোঝাই হ্যান্ডট্রলি চালিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির সামনের সড়কে আসার পরপরই হ্যান্ডট্রলি উল্টে গেলে ট্রলিতে থাকা সহোদর ছোট ভাই মাদ্রাসাছাত্র রবিন ট্রলির নিচে চাপা পড় ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রলিতে থাকা মাদ্রাসাছাত্র রবিন অনিচ্ছাকৃত দূর্ঘনার শিকার হয়ে নিহত হয়েছে, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের ইচ্ছা প্রকাশ করেছেন নিহতের পিতা মাতা।