শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন
আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: লাকসাম বাইপাস রোডের উত্তর লাকসাম এলাকায় একটি ভবনের দুইটি বাসায় বুধবার রাতে চুরি সংঘটিত হয়েছে।
জানা গেছে, ওমান প্রবাসী আবদুল মান্নানের ‘মান্নান প্লাজা’ নামক তিন তলা ভবনের পাশাপাশি দুইটি বাসার দরজা ভেঙে চোরেরা ভবনের মালিক আবদুল মান্নান ও ভাড়াটিয়া বাহারাইন প্রবাসী খলিলুর রহমানের বাসায় ঢুকে স্টীলের আলমিরা এবং সুকেচের তালা ভেঙে দুই বাসার প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় দুই লক্ষাধিক টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার দিন বাসার মালিক ও ভাড়াটিয়া দুই পরিবারের সবাই তাদের গ্রামের বাড়িতে ছিলেন।
বাড়ির মালিক আবদুল মান্নান জানান, বুধবার রাতে প্রায় ১০ টার দিকে স্বপরিবারে বাসায় এসে দরজার তালা ভাঙা এবং খোলা দেখে চিৎকার করে উঠেন। ভেতরে ঢুকে দেন সব রুমের জিনিসপত্র তছনছ করা ও আলমিরা সুকেচ ভাঙ্গা। পরে পাশের ভাড়াটিয়া বাসার দরজার তালা ভাঙ্গা এবং খোলা দেখতে পেয়ে তাদের ফোন করেন।
তিনি আরো জানান, বাসার ছাদের দরজার তালা ভেঙে চোরেরা বাসার ভেতরে প্রবেশ করে।
প্রবাসী খলিলুর রহমানের স্ত্রী মাহবুবা আক্তার জানান, আগের দিন মঙ্গলবার দুপুরে তারা বাসা থেকে গ্রামের বাড়ি উপজেলার বাকই যান। মালিকের ফোন পেয়ে দ্রুত বাসায় এসে রুমের সব কিছু তছনছ দেখতে পান। তিনি আরো জানান তার বাসায় থাকা প্রায় লক্ষাধিক টাকা, ৪ থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র চোরেরা নিয়ে যায়। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে করেছেন।
বৃহস্পতিবার ভবনের মালিক আবদুল মান্নান লাকসাম থানায় অজ্ঞাতের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও এ ঘটনার দুইদিন আগে পাশের একটি মাদ্রাসায় এবং বাজারে আরো দুইটি চুরি সংঘটিত হয়েছে। চোরদের আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
এনিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দিয়েছে।