শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

কোয়ারেন্টিনে থাকা সদস্যের বাড়িতে খাদ্য পৌছে দিলেন ওসি আতিকুর

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে হোম কোয়ারেন্টিনে থাকা বালু পাথর শ্রমিক পরিবারের সাত সদস্যের জন্য খাদ্য সহায়তা বাড়ি বয়ে পৌছে দিলেন থানার ইন্সপেক্টর (ওসি) মো. আতিকুর রহমান।

শুক্রবার রাত ১১টায় উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে ওসি নিজের ব্যাক্তিগত তহবিল হতে নিজেই ওই পরিবারের গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা সদস্যদের খাদ্য সহায়তা তুলে দেন।

জানাযায়, ঢাকার গাজীপুরে তৈরী পোষাক কারখানা শ্রমিক সর্দি জ্বর কাশিতে মৃত্যুর পর নিকটাত্বীয় হিসাবে নামাজে জানাজা ও দাফনে শরীক হতে উপজেলার মাহতাবপুর গ্রামে বৃহস্পতিবার রাতে গিয়েছিলেন পাশ্ববর্তী মল্লিকপুর গ্রামের শ্রমিক পরিবারের কয়েক সদস্য।

জানাজা শেষে গ্রামে ফেরার পর বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীর ভেতর ওই রাতে করোনা ভাইরাস আতংক ছড়িয়ে পড়ে। গ্রামবাসী রাতেই বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানালে ওই শ্রমিক পরিবারের নারী শিশু পুরুষ সহ সাত সদস্যকে বৃহস্পতিবার রাত হতে দুই সপ্তাহ (১৪) দিন হোম কোয়ারেন্টিনে থাকার নিদের্শনা দেয়া হয়।

শুক্রবার দিনভর নিজ বাড়ি থেকে বের হতে না পেরে ওই শ্রমিক পরিবারে দেখা দেয় খাদ্য সংকট। রাতে শ্রমিক পরিবারের গৃহকর্তা নিরুপায় হয়ে তাহিরপুর থানার ওসির সরকারি মুঠোফোনে কল করে কান্নাজড়িত হয়ে বলতে থাকেন, স্যার আমরা নিয়ম কানুন জানিনা বলেই নিকটাত্বীয়ের জানাজা ও দাফনে গিয়েছিলাম বলে আজ সারাদিন ঘর হতে বের হতে পারিনি, কাজেও যেতে পারিনি,পরিবারের সদস্যদের জন্য চাল ডাল তৈল সবজি কিছুই কিনতে পারিনি, তাই আজ রাত থেকে আমাদের পরিবারের সবাইকে উপোস পোহাতে হচ্ছে।

ওসি আতিকুর রহমান শ্রমিক পরিবারের দূর্দশার কথা শুনে নিজের ব্যাক্তিগত তহবিল হতে চাল, ডাল, পেয়াজ,আলু,সাবান, শিশু খাদ্য সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে রাতে ছুটে যান শ্রমিকের গ্রামের বাড়ি মল্লিকপুর।

গভীর রাতে ওসি নিজে বাড়ি বয়ে খাদ্য সহায়তা তুলে দিতে গেলে শ্রমিক পরিবারের সদস্যরা স্বস্থির নি:শ্বাস ফেলে পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার মল্লিকপুর গ্রামে শ্রমিক পরিবারের আঙ্গিনায় থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মাহমুদুল হাসান, এএসআই বেলাল হোসেন, প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য) আলী আহমদ, গ্রামের সমাজসেবক আছদ্দর মল্লিক সহ বেশ ক’জন গ্রামবাসী উপস্থিত ছিলেন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com