শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংকটকালীন সময় সিলেটের সকল নিত্যপ্রয়োজনীয় দোকান আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে বিকেল পাঁচটার মধ্যে বন্ধ করতে হবে।
শনিবার (৪ এপ্রিল) এ আদেশ জারী করেছেন সিলেটে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমান বলেন, সন্ধ্যা ৫টা পর কেউ দোকান খোলা রাখতে পারবেন না। রোববার থেকে এটি কার্যকর হবে। তবে দোকান সকাল কয়টা থেকে খোলা যাবে এ বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানান তিনি।
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। আক্রান্তদের মধ্যে আরও দুজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।
শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এর আগে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
ছুটির সময়ে অফিস-আদালত থেকে গণপরিবহন, সব বন্ধ করে দেয়া হয়েছে। কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে। জনগণকে ঘরে রাখার জন্য মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও।