শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গল ফুলকলি সোসাইটির খাদ্য সামগ্রী ও হ্যান্ডওয়াশ বিতরণ

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার: সরকারি নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী জনসমাগম রোধে সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য সাধারণ মানুষ। এতে নিম্ন আয়ের মানুষগুলো পড়েছে বেশ বিপাকে। তবে এ সমস্যা লাঘবে দেশব্যাপী সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, প্রাশাসনিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে নিম্ন আয়ের সাধারণ পরিবারকে খাদ্য সামগ্রী ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হচ্ছে।

এরই ধাকাবাহিতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু ও সামাজিক সংগঠন শ্রীমঙ্গল ফুলকলি সোসাইটির উদ্যোগে শনিবার ৪ এপ্রিল রাতে প্রায় শতাধিক অসহায় দুস্থ্য পরিবারের মাঝে চাল, আলু, তেল ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হয় ৷

এ সময় উপস্থিত থেকে রাতে ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করেন শ্রীমঙ্গল ফুলকলি সোসাইটির সভাপতি এনাম হোসেন চৌধুরী মামুন ও সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম রুম্মন ৷

এসময় উপস্থিত ছিলেন, মিন্টু ঘোষ, আবুল কাশেম, যোবায়ের আহমেদ প্রমুখ ৷

সংগঠনের সভাপতি মামুন চৌধুরী বলেন, দেশের এই দুর্যোগ মুহুর্তে ঘরবন্দি দিনমজুর ও গরিব মানুষগুলোকে না খেয়ে থাকতে যেন না হয় সেজন্যই ফুলকলি সোসাইটি এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

সংগঠনের উপদেষ্টা ডা. হরিপদ রায় বলেন সমাজে যারা বিত্তবান রয়েছেন তারা সবাই নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ালে মানুষগুলোকে না খেয়ে কষ্ট করতে হবে না।

সংগঠনের সম্পাদক রুম্মন শ্রীমঙ্গল ফুলকলি সোসাইটি একটি শিশু ও সামাজিক সংগঠন যারা আর্থিক অনুদান দিয়ে এ কার্যক্রমে সহযোগীতার হাত বাঁড়িয়েছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সম্পাদক রুম্মন ৷

প্রধানমন্ত্রী আহবান জানিয়েছেন যাদের সাধ্য আছে তারা যেন মানুষের পাশে দাঁড়ান। এই আহবানে সারা দিয়ে সহায়তার হাত বাড়িয়েছেন। ইতিমধ্যে সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা ও র‌্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫ শতাধিক পরিবারে, শ্রীমঙ্গল থানা পুলিশের মাধ্যমে দুই শতাধিক পরিবারে, জাগ্রত যুব সংসদের মাধ্যমে ৩শতাধিক পরিবারে ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের মাধ্যমে ৫শতাধিক পরিবারে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

সপ্তাহ ব্যাপী এ সকল ত্রান বিতরণে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসী শামছুল ইসলাম, (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুরজ্জামান, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর অধিনায়ক মো: আনোয়ার হোসেন শামীম, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালিক দুলাল শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com