বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
তরফনিউজ ডেস্ক: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫২ পিস স্বর্ণেরবার (৬ কেজি ৩২ গ্রাম) জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
শনিবার (১৫ ডিসেম্বর) সকালে স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী জানান, উদ্ধারকরা স্বর্ণের ওজন ৬ কেজি ৩২ গ্রাম। এর আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
তিনি জানান, সকালে দুবাই থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিজি-২৪৮ ফ্লাইটের একটি সিটের নিচে থাকা ব্যাগ থেকে ৫২ পিস স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনযাত্রীকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।