সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : করোনার দুর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে তিন হাজার ব্যাগ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। নিজ নামে প্রতিষ্ঠিত আবুল কালাম ফাউন্ডেশন ও চৈতি গ্রুপের উদ্যেগে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ৫ কেজি আলু, ১ কেজি লবন ও একটি সাবান রয়েছে।
আবুল কালামের দেয়া ওই খাদ্যসামগ্রী বিতরণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন মুশু বলেন, দেশে করোনার এই মহা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম নিজ নামে প্রতিষ্ঠিত আবুল কালাম ফাউন্ডেশন ও চৈতি গ্রুপের উদ্যেগে তাঁর নিজ গ্রাম লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের পাশাপুরসহ বিভিন্ন এলাকায় মানুষদের জন্য তিন হাজার ব্যাগ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনার দুর্যোগ মুহূর্তে তাঁর এই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মোশারফ হোসেন মুশু।